শীত বাড়তে না বাড়তেই ত্বকের শুষ্কতাও বেড়েযায়। আমরা মুখ,হাত,পায়ের যত্ন নিলেও অনেক সময় ঠোঁটের ব্যাপারে বিশেষ পাত্তা দিই না। এর ফলেই দেখা যায় ফাটা ঠোঁটের সমস্যা। এ ছাড়া আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক খুবই পাতলা। ঠাণ্ডায় তাই সহজেই ফেটে যায়। তাই শীতে নিজের ঠোঁটের যত্ন নিতে রইল কয়েকটা টিপস রইল। ♦ ঠোঁট ফেটে গেলে আগে মরা চামড়াগুলো উঠিয়ে নেয়া যেতে পারে। একে এক্সফোলিয়েশন বলা হয়। ♦প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার সময় যখন ঠোঁট ভিজে থাকবে তখন টুথব্রাশ দিয়ে ঠোঁটও...

